ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

সোমবারও চলবে হেফাজতের হরতাল

রবিবার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। এবার তারা হরতাল আরও ২৪ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দিয়েছে। অর্থাৎ সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা পর্যন্ত হরতাল চলবে। মাওলানা জুনায়েদ আল হাবীব বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেন।


নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে শুক্রবার (২৬ মার্চ) হওয়া বিক্ষোভে নেতাকর্মীদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। দফায় দফায় বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


রবিবারও সংঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে পুলিশ-সাংবাদিকসহ শতাধিক মানুষ। এরম ধ্যেই হরতাল চলাকালেই আবার সময়সীমা ৎবাড়ানোর ঘোষণা দেওয়া হলো।

ads

Our Facebook Page